Friday, April 1, 2016

নিপুর সাথে শফিকের বিরাট রাগারাগি চলছে


নিপুর সাথে শফিকের বিরাট রাগারাগি চলছে,নিপু এবার টেনশনে, কারন শফিক কখনো এতো রাগেনা, সামনে শফিকের পরীক্ষা, শফিক যে ধরনের মাথা গরম পাগল টাইপ মানুষ হয়ত রাগ করে পরিক্ষা নাও দিতে পারে, নিপু নিজে কয়েকবার শফিক কে সরি বলেছে, বুঝিয়েছে, কিন্তু শফিকের উপর ভরসা রাখতে পারছেনা, দেখা যাবে শফিক পরীক্ষা দেয় নি আর দিলেও রাগারাগি র কারনে গাধা টা পরীক্ষা ভালো দেয়নি, এমনিতেই শফিক তার বন্ধুদের মাঝে সবচেয়ে গাধা মার্কা ছাত্র। 

নিপু আর কোন রিস্ক নিলোনা, পরীক্ষার প্রথম দিন থেকেই শফিক কে নিজে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছে, আবার পরীক্ষা শেষ হলে তাকে কেন্দ্র থেকে নিয়ে এসেছে, শফিকের পাগলামির ভয়ে তাকে এক মূহুর্ত চোখের আড়াল করেনি। আর তত দিনে দুজনের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক।


চার মাস পর, আজ শফিকের পরীক্ষার রেজাল্ট দিবে, শফিক খুব টেনশনে, তার চেয়ে বেশী টেনশনে নিপু, যদি শফিকের রেজাল্ট খারাপ হয় তাহলে আশেপাশে র লোকজন আংগুল তুলে নিপু কে দেখিয়ে বলবে এই মেয়ের জন্যই শফিক খারাপ করেছে। তাছাড়া তাদের দুজনের ভবিষ্যতের জন্যই শফিকের ভালো রেজাল্ট জরুরী। 
মিরাকল, বন্ধু দের মাঝে যাকে সবচেয়ে গাধা ছাত্র বলা হতো সেই শফিকই সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, শফিক নিজেই বিস্ময়ে হতবাক।

আর নিপুর চোখে বিজয়ের আনন্দাশ্রু।
----------- এনালগ যুগের নাটক আর প্রেম গুলো এমনি হতো।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss