Friday, April 1, 2016

ভাগ্যিস একড্রাম তেল চুরি করছিলাম


ভাগ্যিস একড্রাম তেল চুরি করছিলাম যা শুরু হইছে কাউকে কেউ একফোটা তেল ধারও দিচ্ছে না।।এবার আমার তেলের সদব্যবহার করবো।বাঁশও যখন আছে বাঁশ ভর্তি করেই তেল দিব।।তবে অনুরোধ বিপদে পড়লে একটু বাচানোর চেস্টা করবেন সবাই।কারন- বয়সে আমার ছোট হলেও অনেক আগে থেকেই বেয়াদবের মত আমার সাথে তুই তোকারী করে।অথচ কি অদ্ভুত ব্যাপার অন্যদের বেলায় আদব লেহাযে ও আমাদের মুসলিম ভাইকেও ছাড়িয়ে যায়।কলোনীর সবার কাছে ভদ্রছেলেদের উদাহরন হিসাবে তার নামটা সবার আগে চলে আসে।ব্যক্তিগতভাবে সৎ এই মানুষটি দ্বারা কারো কখনো ক্ষতি হয়েছে এমন নজির নাই।

অন্যরা তার ক্ষতি করলেও নীরবে সহ্য করেছেন।মাঝে বিভিন্ন বিষয় নিয়ে এমন বেরসিকের মত তর্ক করে মন চায় সিধা মাথাটা ফাটাই দেই।যতক্ষন তাকে বুজিয়ে দেয়া যাবে না ততক্ষন সে মানবে না।সোজা কথা আগে বুজবে তারপর করবে। আর যখন কোন কিছু করবে জানপ্রান দিয়েই করবে- একেবারে খাদ বিহীন।যে কোন মানুষ বিপদে পড়লে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সাহায্য করবে।এসব কারনে রাগ করে ওর কাছ থেকে দুরেও থাকা যায়না।মাঝে মাঝে এমন কিছু শিশুসুলভ আচরন করে মনটাই খারাপ হয়ে যায় আবার এমনভাবে সহযোগীতা করে মনটাই গলে যায়।আড্ডার সময় কয়েকবার নিজ দায়িত্ব থেকে ইস্তফাও দিয়েছিল আবার এমনভাবে কাজটা শেষ করলো যা সত্যিই প্রসংশার দাবি রাখে।এই কঠিন মানুষটি প্রকাশ করার ভংগিটাই শিখে নাই।


নতুবা এই লোকটার হৃদয় মানুষের জন্য ভালবাসায় পরিপূর্ন।সদা হাসিখুশি এই মানুষটি কারো জন্য কিছু করতে পারার মধ্যে বেশ আনন্দ বোধ করে।সদাপরোপকারী,লোভ লালসাহীন,নীতিবান এই মানুশটি আমাদের সি এস এম সম্পদ।ভালো থাকুক, দীর্ঘজীবি হউক এটাই আমার প্রত্যাশা।মাসুক ভুল হলে মাপ করে দিও।সবাই আমার জন্য দোয়া করবেন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss