Saturday, July 16, 2016

আজ পাচ বছর যাবত জয়দেবপুর আছি


আজ পাচ বছর যাবত জয়দেবপুর আছি। গার্মেন্টস ফ্যাক্টরির কারনে আসা হয়েছিলো। এই পাচ বছরে অনেক বন্ধু/বান্ধব জুটে গেছে।আমি যে বাসাটায় ভাড়া থাকি, সেখানে আরও পাচটি পরিবার ভাড়া থাকে। সবার সাথে সবার একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। শুধু বাড়িওয়ালী ছাড়া! মাসের দুই তারিখে বাড়ি ভাড়া দেই।আজ পর্যন্ত সারাফের মা'র হাত দিয়ে ভাড়া দেওয়াতে পারিনাই।বাড়িওয়ালি কে দেখলেই নাকি, সারাফের মা'র প্রেসার আপ/ডাউন করে!! শুদু সারাফের মা একা নয়, ফ্ল্যাটের অন্যান্য ভাবিরাও বাড়ীওয়ালিকে এড়িয়ে চলে!! তবে আমার সাথে সম্পর্কটা ভালো। আমি ভাড়া দিতে গেলে, আমাকে বসতে বলে, চা/নাস্তাও খেতে দেয়!! এবং আমি অত্যন্ত মনোযোগ সহকারে ভদ্রমহিলার প্যাচাল সুনি। উনার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ে, উনার ভায়েরা সব বড়/ব্ড় যায়গায় চাকুরি করে, তারপর এই বাড়িটা, সেটাও উনার বাবার যায়গা!! 

আমিও বলি, আপনাকে দেখলেই বুঝা যায় ভাবী, আপনি খানদানি বংশের মেয়ে!! আর আপনার মেয়েতো খাটি সোনা!! আপনি ঠিক আপনার মত করে, মেয়েটিকে মানুষ করেছেন!! বাড়ীওয়ালী ভাবীর কাছে, আমি খুব ভালো মানুষ!! বাড়ি ভাড়া দিতে যদি কখনো মাসের ১৫তারিখও হয়ে যায়, উনি হাসি মুখে বলেন, সমস্যা নাই ভাই , আপনি সুবিধামত ভাড়া দিয়েন!!। আমার পাশে থাকে কাইয়ুম ভাই। একদিন ভুলে রাত্রি বেলায়, নিজের বাসা মনে করে কাইয়ুম ভাই-এর বাসায় কলিং বেল দিয়ে বসি!! ভিতর থেকে উত্তর আসে, কে?? আমিও বলি, দরজা খুলো সারাফের মা!! কিছুক্ষন পর দেখি, দরজা খুলে কাইয়ুম ভাই বেরিয়ে এসেছে, পিছনে ভাবী!! হাসতে/হাসতে কাইউম ভাই বললো, রেজা ভাই আপনি ভুল করে আমার বাসায় বেল দিয়েছেন, আপনার বাসাতো চার তলায়!! বড়/সড় একটা বাশ, কাইয়ুম ভাই আমাকে দিলো!! কারন চার তলায় যে ভাবী থাকেন, উনি অপুর্ব সুন্দরী। কাইয়ুম ভাই-এর সাথে এখন আমার ভালো বন্ধুত্ব।কাইউম ভাই একদিন আমাকে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা রেজা ভাই, আপনার সাথে এই খান্ডারনি বাড়িওয়ালির এত গভীর সম্পর্ক কি ভাবে হলো?? এই খান্ডারনিরে দেখলেই আমার গায়ে জ্বর আসে!!! আরে কাইউম ভাই, সারা বাংলাদেশের বেশির ভাগ বাড়িওয়ালি-ই, খান্ডারনি মার্কা হয়!! শুধু একটু পাম দিয়ে চলা!! 

মাঝে মাঝে খান্ডারনীকে অত্যন্ত বিনয়ের সাথে জানান দিবেন, "আমি আপনার ভাড়াটিয়া, আর আপনি আমার মালিক"!!! এই খানেই বাড়ীওয়ালীদের "চরিত্র" নিহিত রহিয়াছে!! কি বুঝলেন কাইউম ভাই?? বুঝছি রেজা ভাই, আপনে একটু কস্ট করে, তোয়াহ'র মাকে বুঝিয়ে বলেন!!![তোয়াহ হলো কাইউম ভাই-এর মেয়ে]।মনে মনে বলি, তোয়াহ'র মাও বাড়ীওয়ালী, শুধু একটা বাড়ি বানিয়ে দাও, খান্ডারনি হতে বেশি দিন লাগবেনা।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss