বৃষ্টি র দিন আসলে বিশেষ করে এক নাগারে মুষলধারা য় বৃষ্টি হলে কলোনি র কিছু স্মৃতির কথা মনে পড়ে। যেদিন খুব বিজলী চমকাত, রাতে ঘুমানোর সময় কাথা মুড়ি দিয়ে ঘুমাতাম। জানালার দিকে তাকাতে পারতাম না।মনে হত এই বুঝি বজ্রপাত হবে। আর যদি বৃহস্পতিবার হত আর সেদিন দেখাত হুমায়ুন আহমেদের ভয়ের নাটক " অন্য ভুবনের সে, কিংবা অন্য ভুবনের ছেলেটা " তখন আরেক অবস্থা হত। এই রুম থেকে আরেক রুমে যেতে ভয় পেতাম। এই মনে হত অদৃশ্য কেউ এসে হাত ধরবে। আবহ সংগীত টা কানে বাজত। আর নাটক না থাকলে তাড়াতাড়ি শুয়ে পড়তাম। কিংবা ভাই বোনেরা কোন কিছু নিয়ে গল্প জুড়ে দিতাম।আমাদের বাসার ক্যাসেট প্লেয়ার টা ছিল নষ্ট। দেখা যেত একটা না একটা টপিক খুজে পেতাম। তখন আসলে বিনোদনের এত রসদ ছিল না। তাই বোধ হয় মানসিক শান্তি অনেক বেশি ছিল।এখন হাতের মুঠোয় সব, তবুও কি যেন কি নাই

No comments:
Post a Comment