আমরা জাকিয়া আপাদের বাসায় পড়তে যেতাম দুপুর বেলা। তখন মাঝে মাঝে আপার মেয়ে ডানা গলা সাধত। গানটা শুনতে শুনতে আমারো মুখস্থ হয়ে গিয়েছিল।
" কৃষ্ঞচূড়া ডাক দিয়েছে,
আয়রে পলাশ আয়রে আয়,"
একই গান গেয়ে মিষ্টিও গলা সাধত। একই জায়গায় গান শিখত,নারকেল তলায়। তবে মিষ্টির গলা সাধা বেশি শুনতাম শুক্রবার সকালে। তবে জাকিয়া আপার বাসায় উনার বড় ছেলে হিমন ভাই মাঝে মাঝে কিছু সুন্দর গান শুনতেন।তার মধ্যে একটি গান মনে গেঁথে আছে।এই গানটা অনেক খুজেছি,পাইনি। তবে নিজের জীবন টাকে এই গানের মত করে সাজাতে পারলে ভালই হত-
" আমি কি স্বপ্নে দেখছি না ত,
আমি কি স্বপ্নে দেখছি না ত,
আমার স্বপ্নের রাজকন্যা আমারই দ্বারে"
(এইটা শুধু লিখার জন্য লিখা)
No comments:
Post a Comment