Csm কলোনি র ভাই বোন দের একটা বিষয় খেয়াল করি।যখনই কোন ভাই বোন তার পরিবার কে নিয়ে ছবি দেন, কেন জানি তার পরিবারের পাশে তার বয়স টা কম মনে হয়। ভাইদের ক্ষেত্রে মনে হয় ভাবির বয়স বেশি আর আপাদের ক্ষেত্রে মনে হয় দুলাভাইয়ের সাথে বয়সের গ্যাপ অনেক বেশি।যদিও জানি এটা আমার চোখে র ভুল। যেমন- আতিক ভাইয়ের চুল কমে গেলেও উনারে ভাবির চেয়ে ছোট লাগে। আর একই ব্যাপার আপাদের ক্ষেত্রেও। কিন্তু কলোনির কোন ভাই এর সাথে যখন কোন আপার ছবি দেখি যারা বাস্তবে স্বামী, স্ত্রী তাদেরকে আবার এমন মনে হয় না।
কেন যে এমন লাগে।হয়ত আমার কাছে কলোনি র কোন ভাই বা আপার বয়স বাড়েনা।ছোটবেলা থেকে তাদের যে চেহারা দেখে বড় হয়ছি এখনো সেই চেহারা মনে গেথে আছে। তাই তারা চুল পাকলেও বা চেহারায় বয়সের ছাপ পড়লেও আমার কাছে চিরসবুজ।

No comments:
Post a Comment