Saturday, July 16, 2016

সেই কবে সিনেমা হলে বসে সিনেমা দেখেছি


সেই কবে সিনেমা হলে বসে সিনেমা দেখেছি!!!!যা দেখেছি তার বেশিরভাগ সিনেমা বনানী কমপ্লেক্সেই দেখা।।হলে ঢুকতেই সেন্ট্রাল এসির ফ্লেবার (যা তখনকার সময়ে শুধুমাত্র সিনেমা হলেই পাওয়া যেত) সাথে অন্ধকার হল,ঢুকার সাথে সাথে এক লোক টিকেট দেখে নিয়ে তার টর্চ লাইট দিয়ে বসার সীট দেখিয়ে দিত।তারপর সীটের লাইনে গিয়ে হাতরে হাতরে কাঙ্ক্ষিত সীটে গিয়ে বসতাম।সীট গুলো ছিল ভাঁজ করা,ভাঁজ খুলে বসতাম আবার উঠে গেলেই সীট ভাঁজ হয়ে যেত।সিনেমার শুরুতে জাতীয় সংগীত বাজতেই সবাই উঠে দাঁড়াতাম।আর সিনেমার বিরতিতে ঝাল ঝাল চিপস ছিল দারুন,স্টলের লোকের ফানটা কোক নিয়ে দর্শকের সারির পাশ দিয়ে হেটে চলা টুং টাং শব্দ ভাসে।আজকের আমার এক পোস্টে Taj Suman ভাইয়ের একটা কমেন্ট দেখেই সিনেমার স্মৃতিটি মনে পড়লো।। 

এখনকার সিনেমা হলের সম্পর্কে ধারনা নেই, এখনো কি জাতীয় সংগীত শুনে মানুষ উঠে দাঁড়ায়!!!!!???

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss