আমি যখন প্রথম স্কুলে যাই, তখন আমাদের ক্লাসে বেশ কিছু মেয়ে আসত মাইক্রো বাসে করে,টি এস পি না কোথা থেকে।কথা বলতাম না।ক্লাস ওয়ানে অনিকা আমাদের ক্লাসে ছিল।আরো ছিল ময়না, মৌটুসি । ক্লাস টু তে ছিল মেরিনা,এ্যানি। ক্লাস থ্রি তে ছিল মিষ্টি, যুথি, মুনমুন, ছবি।মিষ্টি পড়া দেবার সময় সুর করে পড়া দিত। মনে হয় গান শিখত, তার প্রভাব।একই ভাবে পড়া দিত যুথি। আর তবারক ভাইয়ের বোন পড়া দেবার সময় ভুলে গেলে দেয়ালের দিকে তাকাত।মাকসুদা আপা বলতেন,কি রে দেয়ালে কি পড়া লিখা আছে? আমি এগুলো আমার ছোট আপা কে বলতাম আর হাসাহাসি করতাম। ক্লাস ফোরে ছিল পাপিয়া। খুব সোজা টাইপের।ক্লাস ফাইভে মেয়েরা আর আমাদের ক্লাস আলাদা হয়ে যায়।শুধু বৃত্তি র কোচিং ক্লাসে যুথি আর মিষ্টি ছিল। শায়লা আমার কোন ক্লাসে ক্লাসমেট ছিল না। তবে সোনিয়া ছিল। বেলিও ছিল না। মিল্কি পাশের বিল্ডিং এ থাকার কারনে খেলা হত একসাথে কিন্তু ক্লাসে পাইনি। ক্লাস ফাইভের পর অনিকা ত প্রতিবেশী হয়ে গেল। পড়া নিয়ে অনেক হেল্প করছে।

No comments:
Post a Comment