Saturday, July 16, 2016

আত্মীয়পরিজন


Babu Csm Club vai আর Jahed Tipu ভাই কিন্তু কলোনি র বড় ভাই ছাড়াও আমার আত্মীয় হন।উনার আম্মাকে আমি ডাকতাম ফুফু আর উনারা আমার বাবাকে মামা। কলোনি তে থাকতে দুই পরিবারের মধ্যে আসা যাওয়া ছিল। ফুফু আসতেন বিকালবেলা। কিন্তু বৃষ্টি র দিনে একেবারেই না। আসতেন, আর আম্মার সাথে গল্প করতেন। সাথে আসত এনি, আর রিংকি।ওরা খেলত। ফুফু অনেক গল্প করতেন।উনি আসলে আম্মা এক ধরনের পিঠা বানাতেন। মাঝে মাঝে আমরাও যেতাম উনাদের বাসায়। উনাদের বাসায় লাভ বার্ড নামে এক ধরনের পাখি ছিল খুব সুন্দর। দুপুরে একবার গেলাম। উনাদের বাসার সামনে স্লিপার এ স্লিপ খাচ্ছি।ফুফু বললেন ঠিক দুপুরে স্লিপার এ চড়া ভাল না। বাবু ভাই ছিলেন শান্ত আর টিপু ভাই চঞ্চল। এখনো ঠিক সেরকম আছেন।আর ফুফু আর ফুফা আগের মতই আন্তরিক। আব্বা আম্মাকে দেখলে আগের মতই আবেগ তাড়িত হয়ে গল্প জুড়ে দেন


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss