রুনী মামা
সবার প্রিয় নীরু মামা।
নীরু মামা হচ্ছেন এমন একজন মানুষ যিনি কথাই বলেন কবিতায়,ছন্দ মিলিয়ে।অবাক হই যে কেমনে সম্ভব।কারণ ছাড়াই আমাদের তিন বোনকে অনেক আদর করেন।আমার সাথে চলে তাঁর ছন্দ বিনিময়। আমার মন খারাপ হলে ইনবক্সে নক করে আমাকে হাসান নীরু মামা।দুষ্টামি করে ডাকেন মামাউ।মামার সাথে কথা বলেই নিংরেজী ভাষায় ডিগ্রী নিয়েছি। নীরু মামার শরীরের অবস্থা তেমন বেশী ভালো না।আল্লাহ্ যেন আমার এই অসম্ভব প্রিয় মামাকে দ্রুত সুস্থ করে তোলেন।
মামা,তুমি খুব ভালো।খুব খুব ভালো।

No comments:
Post a Comment