Sunday, April 3, 2016

"ছোটবেলার খেলার সাথী "


Shazi Khan যুথী, Ahmed Nazim, Bgm Khadiza ফেন্সি আমরা একি বিল্ডিংয়ে থাকতাম। যুথী হচ্ছে আমাদের শাহিন ভাই ও বিথী আপুর ছোট বোন। আর নাজিম হচ্ছে আমাদের জসিম ভাই ও কমু ভাইয়ের ছোট ভাই। ফেন্সি হচ্ছে আমাদের পারভীন ও মানিক ভাইয়ের ছোট বোন। আমরা ছোট থেকেই একসাথে ছিলাম। আমাদের বিকেলের সময় গুলো ছিল খুব মজার। একসাথে গোল্লাছুট, সাতচারা, কুতকুত কতো রকমের খেলায়না খেলেছি। আমাদের বিল্ডিংয়ের পাশে ছোট একটা মাঠ ছিল। ই টাইপের মাঠ। সেই মাঠে আশে পাশের বিল্ডিংয়ে ছেলেমেয়েরা ও একসাথে খেলতাম। Suzan Hasnat, Rehana Munni মানিক ভাইয়ের বউ, মনু,Tafsi Fariha মুন্নি আপা, Shamima Bithi আপু, Munne Khodeza আপু, সুমি আপু (সুজনের বোন ) আরও অনেকেই সবাই একসাথে খেলতাম।শীতকাল এলেই বেডমিনটন খেলা। বার্ষিক পরীক্ষা শেষ হলে পিকনিকের আয়োজন। অনেক মজার ছিল দিন গুলো। নাজিমকে সবাই ক্ষেপাতো আমাদের সাথে খেলতো বলে। কিন্তু খেলায় ওর দম ছিল ভালো। খুব সহজ সরল মনের ছেলে। সবার সাথে খুব মিশতে পারতো। যুথী, ফেন্সি, নাজিম তোদের অনেক মিস করি। অনেক ঝগড়া ও আনন্দের মধ্যে দিয়ে কখনযে ছোটবেলাটা কেটে গেছে টেরই পেলামনা। যে যেখানে আছিস সবাই ভালো থাকিস। সবার জন্য শুভ কামনা রইল!!!

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss