এই পেজে সব কিছুই মজার জন্য ফান করার জন্য, তেলানো,পঁচানো সবই এর অংশ। যার সাথে আমার কলোনিতে নূন্যতম পরিচয় ছিলনা তারে যেমন তেলাই বা পঁচাই, আবার যার সাথে খুবই ভালো পরিচয় ছিল তারেও তেলাই বা পঁচাই। বাস্তবতার সাথে এর কোন সম্পর্ক নেই, এগুলো সেন্স অফ হিউমারেরই একটা অংশ।
এ পেজের বাইরে সবারই একটা জগত আছে সেখানে সবার পরিবার,সমাজ,বিবেক, ধর্ম আছে, আমরা প্রত্যেকেই যার যার পরিবার, সমাজ,বিবেক ধর্মের প্রতি দায়বদ্ধ। আমরা এখানে মজা করতে গিয়ে তেলাতে গিয়ে,পঁচাতে গিয়ে বা একজন অপরজন এর সাথে আড্ডা দিতে গিয়ে এমন কিছু এখনো করিনাই বা করার পরিকল্পনাও মাথায়ও আনি নাই যে আমাদের উপরোক্ত দায়বদ্ধতা নষ্ট হয়। যা মজা করছি এটা পেজেই সীমাবদ্ধ রেখেছি, এখানে সবকিছুই প্রাকাশ্যে হচ্ছে,লুকোচুরি র বিন্দুমাত্র অবকাশ নেই।
সুতরাং ভাই বোন বন্ধু গন আসুন, ঝাঁপাইয়া পড়ে, মজা করি, তেলাই, পঁচাই, আড্ডা দেই একেবারে বিরতিহীন সিটিং গেটলক।
No comments:
Post a Comment