আমাদের রানা ভাইয়ের ভাই।আরো দুই ভাই আছে,সবুজ ও রাজীব।
থাকতো সি টাইপে,আতিক ভাই - পলাশ ভাইদের বিল্ডিং এ।
ছোট কালে বেশী একটা মিশা না হলে, দেখেছি শান্তশিষ্ট ভাই টি আমাদের। খুবই পরিশ্রমী। কোন কাজে না নেই।সাধ্যমত সব কাজ করার চেষ্টা করে।
আড্ডা তে ভাইটির দায়িত্ব ছিল কমু ভাই এর সাথে,আপ্যায়ন এ।তার এবং তার ভাই রাজীব এর যে পরিশ্রম করেছে,সে ব্যাপারে সব থেকে বেশী বলতে পারবে কমু ভাই।
আড্ডা আগের দিন রাতে সবাই কে খাওয়ার পর ভাই টি খেয়েছে,ওর গুনর্কীতন করে ওকে বিব্রত কর অবস্থায় ফেলতে চাই না।
পরিশেষ এ ভাই তুই সব সময় এরকম থাকিস।এখানে আমরা আমরাইতো।
সবাই ভাইটির জন্য দোয়া করবেন।যেন ও খুব তারাতারি জীবনসঙ্গী খুজেঁ পায়।

No comments:
Post a Comment