সিএসএম এর পেজের ছোট ভাই।থাকতো কলোনীর এফ/৪ নাম্বার বিল্ডিং এ।ছোট কালে কলোনীতে বড় মাঠে আসত খেলতে,তবে আমাদের সাথে খেলার সুযোগ পেত না।বেশী ছোট ছিল তাই।আমাদের রহিম বক্স চাচার ছেলে,যে চাচা কলোনীতে কেউ মারা গেলে কবর খোড়ার কাজ করতেন,সবার আস্হাভাজন মানুষ ছিলেন।
এই পেজে নুরুর ওর বাবাকে নিয়ে একটা পোস্ট করে পেজে আগমন,এবং সবার দৃষ্টি গোচর এ পরে ভাইটি।
মমতা নামে একটি এনজিওতে আছে।স্টেজে নাটক করে থাকে,নাটকে মহিলার পার্ট খুব সুন্দর করে করতে পারে।তার প্রমাণ কিছুদিন পূর্বে এ পেজে ওর একটা মহিলা সাজে ছবি পোস্ট করেছিল।
গত ১৬ ই ডিসেম্বর সিএসএম কলোনীর শহীদ মিনারে ফুলের তোরা ওর হাতে করা,এবং ওর প্রস্তাবে আমরা একএিত হয়েছি।ভাইটি সাদাসিধে এবং যেকোন কাজে- আড্ডা তে ডাকলে সময় করতে পারলে কখনো না করে না।
আড্ডা তে ভাইটির দায়িত্ব ছিল সুজন হাসনাতদের সাথে,প্রচন্ড রকমের পরিশ্রমী।
খুব ভাল ছবি তোলে।২১ ফেধ্রয়ারীর সব ছবি ভাই টি তুলেছে।
পরিশেষে- ভাই সব সময় এভাবে পাশে থাকবি।
সবাই ভাই টির জন্য দোয়া করবেন।কারন পরিবারের সব দায়িত্ব এখন ওর উপর।

No comments:
Post a Comment