কলোনীতে যখন ছিলাম তখন উনাকে দেখেছি।কিন্তু কখনো কথা হয়নি।উনাদের গ্রুপ টা কে দেখতাম খুব আড্ডা দিতো।তখন মনে হতো আমরা কখন বড় হবো আর উনাদের মতো আড্ডা দিবো।এখন বড় ঠিকই হয়েছি কিন্তু কলোনীতে আড্ডা দেয়া আর হলোনা।দুঃখটা রয়েই গেলো কলোনীতে আড্ডা দিতে না পারার।আতিক ভাইয়ের সাথে ঢাকাই প্রথম দেখা হয় আমাদের ই দেয়া এক ইফতার পার্টি তে।সেদিন ও তেমন কথা হয়নি।উনার CSM নিয়ে লিখা প্রতি টা লিখা পরতাম।খুব ভালো লাগতো।চোখে ভাসতো তখন পুরু কলোনী টা।তারপরে CSM পেইজ টা হলো।উনার সাথে পরিচয় হলো।কথা হয় মাঝে মধ্যে।CSM বাসীর জন্যে অন্যরকম একটা টান আছে উনার।অনেক বড় মনের একজন মানুষ।অনেক হেল্পফুল একজন মানুষ এই আতিক ভাই।আমি আমার স্থান থেকে তা বলতে পারি।এক গর্ববোধ করি CSMএর বাসিন্দা ছিলাম সেই হিসেবে আরেক গর্ববোধ করি আপনাদের মতো কিছু বড় ভাই পেয়েছি।আল্লাহ যেনো সব সময় আপনাকে পরিবার পরিজন নিয়ে ভালো রাখেন এই দোয়াই করি। ভালো থাকবেন ভাই।
ভাই আপনার অনুমতি ছাড়াই আপনাকে নিয়ে লিখার দুঃসাহস করে ফেললাম।ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন ভাই।
No comments:
Post a Comment