Saturday, April 2, 2016

লিরা আর দিনার, একই মহল্লায় কাছাকাছি থাকে


লিরা আর দিনার, একই মহল্লায় কাছাকাছি থাকে, দুজনের মধ্যে সেই স্কুল লাইফ থেকে সম্পর্ক। লিরা সুন্দরি মহল্লার অনেক পোলাপানই তার জন্য পাগল হলেও, দিনারের ভাগ্যেই শিকে জুটে, এ জন্য মহল্লার অনেকেই দিনার কে মনে মনে হিংসা করত।তাদের প্রেমের বিষয়টি মহল্লায় ওপেন সিক্রেট, ছেলে বুড়ো সবাই তাদের ব্যাপারটি জানে। তবে দু জনের ফ্যামিলি কোন দিন বিষয়টি মানবেনা কিনা সন্দেহ। দারুন আবেগী ছেলে চিন্তা করত নিশ্চয় এক সময় সব ঠিক হয়ে যাবে। এই ভালবাসার সম্পর্কে দিনারই খুব সিরিয়াস ছিল, ভালবাসার জন্য এমন কোন পাগলামি নেই যে সে করেনি। অপরদিকে লিরাও সিরিয়াস হলেও মাঝেমধ্যে কেমন জানি গা ছাড়া ভাব । এইভাবেই চলছিল দিনার লিরার প্রেম ভালবাসা। ঢেউয়ে ঢেউয়ে অনেক সময় পার হয়ে গেছে, 

মহল্লায় এর মধ্যে লিরার ব্যাপারে কানাঘুষা শুনা যাচ্ছে যে, লিরা নাকি একজন বিশাল ব্যবসায়ীর প্রেমে পড়ে গেছে। দিনারের কানেও কথা গুলো আসলেও দিনার বিশ্বাস করেনি। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লিরা ঐ বড় লোক ব্যাটারে বিয়ে করে ফেলেছে। দিনারের জন্য ব্যাপার টি বিনা সংকেতে ঘূর্ণিঝড় এর মত। এর ধাক্কায় প্রথম কিছু দিন দিনার মানুষ থেকে জম্বি হয়ে গিয়েছিল। তারপর নিজেকে সামলে নিল, নিজের যোগ্যতায় একটি বহুজাতিক কোম্পানি তে চাকুরী করে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে এসেছে, শহরে নিজের বাড়ী, গাড়ি, দুটো ফুটফুটে বাচ্চা আর স্ত্রী নিয়ে সুখী সংসার। তারপরেও কোন কোন গভীর রাতে হয়ত তার বুকের মাঝে বিষাদের গান বেজে উঠে, আর নিজেই মনে মনে বলে উঠে " টাকা তুমি সময়মত আইলানা"। আবার এটাও ভাবে জীবনে ঐ ধাক্ক টা না খেলে জীবন কি এটা বুঝতে পারতো না, আর জীবনে এতটুকু আসতে পারতোনা মনে হয়।


লিরা বড় লোকের স্ত্রী,তারও শহরে নিজের বাড়ী, দুদুটো গাড়ী, ব্যাংক ব্যালেন্স, সোশ্যাল স্টাটাস কোন কিছুর অভাব নেই। তারপরও কোথায় যেন অপূর্ণতা থেকেই যায়। নিজেকে খুব অপরাধী ভাবে সে, নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে আসে, আর ভাবে আসলেই সে দিনারের সাথে অন্যায় করেছে।

(রোমান্টিক কাহিনী গুচ্ছের এটাই শেষ পর্ব।)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss