Saturday, April 2, 2016

মোয়াজ্জেম হোসেন বাবু


আমার বন্ধু, ৯৩ ব্যাচ।
ছোট ভাই টিপু।
আমরা একসাথে কলোনীতে আড্ডা -খেলাধূলা করেছি।খুব পরিশ্রমী। কি ভাবে আমরা একবার নৌ স্কাউট থেকে খুলনা গিয়েছিলাম টাবু ক্যাম্পিং এ।তো ক্যাম্পিং এ আমাদের সব কিছু রাখার জন্য বাশঁ দিয়ে তৈরি করতে হত।আমাদের গ্রুপে বাবুই একা প্রায় জিনিস বানিয়েছিল।
বতর্মানে কসকো শিপিং এ আছে বড়পদে।
প্রচুর কাজ করতে হয়।তারপর ও সময় পেলে আমাদের সংঙ দিতে পিছ পা হয় না।
যখনই ডাকা হয় আসার চেষ্টা করে বন্ধু আমার।আর কারও বিপদে সব সময় এগিয়ে আসবে। এই জন্য বন্ধুটি কে নিয়ে আমি গর্বিত।
আড্ডা তে- আড্ডা তে বন্ধুটি কি পরিমান কাজে সহায়তা করেছে যারা দায়িত্ব এ ছিল তারা জানে।তার গাড়ি নিয়ে যখন যেখানে বলেছে যাওয়ার চেষ্টা করেছে।
পরিশেষ এ বন্ধু তুই সব সময় এরকম থাকিস। এই দোয়া করি তোর জন্য।আর সাধ্য মত পেজে সময় দেওয়ার চেষ্টা করিস,কারন এখানে- আমরা আমরাইতো


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss