Saturday, April 2, 2016

মিঠু ভাই।


চার ভাই এর মধ্যে সবার বড়,তারপর তপু ভাই,দিপু ও প্রতীক।

কলোনীতে থাকতো বি- টাইপে।পড়ালেখাতে স্কুলে থাকতে খুব ভাল ছাএ ছিল।ক্রিকেট খুব ভাল খেলতো,লেগে থাকলে মনে হয় আজ অনেক বড় খেলোয়াড় হতে পারতো।

প্রতীবাদি- কোন সামনে অন্যায় হলে প্রতিবাদ করে,আবার পরে মিলে যাওয়ার ক্ষমতা রাখে।
ভাইটি জীবনসঙ্গী আমাদের সিএসএম এর এক বোন পান্না আপা।

কলোনীতে থাকতে দিপুর সাথে তাদের বাসায় যেতাম।খুব স্নেহ করত আমাদের। ঈদে সব সময় নামাজ পরে তারা চার - পাচঁ জন আমাদের বাসায় চলে আসত,আমার মায়ের হাতের চটপটি খাওয়ার জন্য।
সবসময় দেখা হলে মায়ের খবরা খবর নেয়।
যেকোন কাজে ডাকলে আসতে চেষ্টা করে।
তারিক ও শামিম এর ব্যাপারে সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করেছে।
আড্ডা তে সব মিটিং এ থাকতে পারে নাই। কিন্তু আড্ডা সফল করার পিছনে পিছন থেকে যতা সাধ্য চেষ্টা করেছে।
পরিশেষ এ ভাই সব সময় আপনার সরব উপস্হিতি কামনা করি পেজে। এখানে সবাই
আমরা আমরাইতো।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss