দুই ভাই এক বোন
ভাই-সাজেদুল হাসান ভাই।
বোন- শিরিন আপু।
থাকতো সি টাইপে,কলোনীতে থাকতে জিয়া ভাইয়ের সাথে আমার কথা হয়েছে বলে মনে পড়ে না।সংগঠন করতে বেশী পারদর্শী। শাপলা করি নামে সি টাইপে একটা ক্লাব করেছিল।
রাজনীতির সাথে জড়িত ছিল,খুব রাগী স্বাভের, যেটা বলে করবে, তা করবেই।খুব সাহসী,ধামা হাসেম কে একবার দৌড়ানি দিয়েছিল।প্রায় সময় কলোনীতে ঝামেলা হলে সেখানে জিয়া ভাই যেত।ছোট ভাই দের খুব আদর করত।এবং যথা সাধ্য ছোট ভাই দের আবদার পূরণের চেষ্টা করত।
তারিকের ব্যাপারে বলাতে সাধ্যমত অবদান রেখেছে।
বতর্মানে import & cnf এর ব্যাবসা।ব প্রচুর পরিশ্রমী।বলা যায় এখন একজন সফল ব্যাবসায়ী।
আড্ডাতে-আড্ডা তে আড্ডা সফল করার পিছনে ভাইয়ের অবদান প্রচুর।
মুখের উপর উচিৎ কথা বলে ফেলে।পরে বুঝতে পারে এভাবে না বললে ও হত।তবে সব সময় যে কোন কাজে ক্লিয়ার কাট থাকতে পছন্দ করে।
তার একটা স্বপ্ন সিএসএমকে নিয়ে যাতে সবার জন্য একসাথে কিছু করা যায়।
পরিশেষ এ একটা কথা বলবো সব সময় আমাদের পাশে থাকবেন।সবাই ভাইটির জন্য দোয়া করবেন যেন আমরা থাকে যে কোন বিপদে আপদে পাশে পাই। কারন এখানে আমরা আমরাইতো।

No comments:
Post a Comment