এই কয়দিনে সবাই মেলা তেলাতেলি করেছো, করেছি। আজ আমি আমার প্রাণপ্রিয় বা বলা যায় প্রানের চেয়ে প্রিয় ছোটো ভাই আতিককে নিয়ে লিখবো। আতিক কে আসলে চিনতাম না। আমার বোনেরা, আম্মা খুব ভাল করে চিনে। যাহোক। একে প্রথম দেখলাম পপুলারে। ছবিতে দেখতে বুইজ্জা দেখা যায় কিন্তু সামনা সামনি দেখলে বোঝা যায় ও এখনো বাচ্চা। ছেলেটা শুকনা শাকনা হলেও আত্মাডা হেভি বড়। পকেট এর দিক দিয়ে খুব উদার। পকেটে টাকা থাকলে ওর কাছে দুনিয়া পায়ের নীচে। জুহি চাওলার খুব ভক্ত ছেলেটা। আমি স্বপ্ন দেখছি ও একদিন জুহি চাওলার সাথে ব্রেকফাস্ট করবে। পেইজের শুরুতে ওর লেখাগুলার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করতাম,এখনো করি। কিন্তু ও সেই বিশাল লেখা অনুছড়ায় নামিয়ে এনেছে।
আব্বা চলে যাবার পর আমি প্রথম কল দিয়েছিলাম রেজা ভাইকে। ফোন বন্ধ পেয়ে পরে ওকে কল দিলাম। সেই কল পেয়ে আধা ঘন্টার মাঝেই সে আমার বাসায় হাজির। এমন কি আমি যখন বাড়িতে সে আমাকে ফোন করেছে কেমন আছি না আছি তার খবর নিতে। সবচেয়ে বড় কথা সে বার বার জানতে চাইছিল যে,আপা আপনার হাতে টাকা আছে? টাকা লাগবে? বললাম না রে টাকা আছে। সে তাও জোর করেছে টাকা লাগলে বইলেন আমি বিকাশ করবো। টাকা বড় বিষয় অবশ্যই কিন্তু এভাবে,একেবারে ওইরকম সময়ে বলতে পারাটা একটা অন্যরকম বিষয়। মাশা আল্লাহ। আতিক তোকে মন থেকে দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় করুন।
ইদানীং তার দাত আর কানের সমস্যা দেখা দিয়েছে। আশা করি আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন দ্রুতই আর আমরা হাড্ডি ভাত কর্মসুচী করবো। দাত ঠিক হল কিনা দেখতে হবে না?


No comments:
Post a Comment