Saturday, April 2, 2016

ফারজানা রিতা



রিতা 98 ব্যাচ।
আমার ছোট বোন ঝুমুর এর ক্লাসমেট।
আমাদের জাহিদ,সুমন,ও রিপা আপার ছোট বোন।থাকতো ডি টাইপে।জনি দের বিল্ডিং এ।
কলোনীতে থাকতে কখনো কথা হয়নি বোনটির সাথে,জাহিদের সাথে মাঝে মাঝে যেতাম ওদের বাসায়।তখন দেখেছি বোনটিকে।পড়ালেখা নিয়ে বেশী মনোযোগী ছিল।

কলোনী ছাড়ার পর এই পেজের মাধ্যমে বোনটিকে একদিন দেখলাম,ছবি পোস্ট করেছিল রিনি মনে হয় খুলনাতে থাকতে।

পেজে কখনো কমেন্ট করতে দেখি নি।কিন্ত প্রায় সময় সবার পোস্টে লাইক দেয়।
আজ বোনটিকে নিয়ে লিখার কারন বোনটি আমাদের সিএসএম এর একজন ছোট বোন,রনি,রিনি,তানিয়া,তরু,শায়লার মত।

তাই বোনটি কে অনুরুধ করবো সময় করে কিছু কিছু লিখ।সবাই কে চিন।কারন এ পেজের একজনের সুখে দুঃখ এ আরএকজন এগিয়ে আসতে পারি।কারন এখানে সকলে আমরা আমরাইতো।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss