না আজও পারলামনা, চেয়েছিলাম অফিসের পেন্ডিং কাজ গুলো আজই শেষ করে ফেলব, হলোনা, অর্ধেকের চেয়েও কম কাজ করে রেখে দিয়েছি আগামীকালের জন্য। জানিনা কবে শেষ করতে পারব। একটু পরপর ফেসবুকে ঢু না মারলে মনে হয় যেন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছি, ফেসবুক প্রেম আমারে বুজা গেছে ফাটা চেংগির কেচকিতে ফালাবে। ঘরে কয়েক দিন পড়ছিলাম এই কেচকিতে, তবে মিনিস্টার ম্যাডাম আপাতত ঠান্ডা আছে। চিন্তায় আছি অফিস লইয়া। নাহ! যে করে হোক আগামীকাল কাজ শেষ করতেই হবে।"মর্দ কা বাত হাতিকা দাঁত"।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment