আমরা এই পেজ শুরু করেছিলাম হাসি কান্না ভাগাভাগি করে নেওয়ার জন্য, আমরা হাসব আবার কারো দুঃখে পাশে দাড়াবার জন্য, আজ তেল মারামারি নামে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে আমি এই পেজের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করি, গ্রান্ড আড্ডার সময় স্টেজে তোলা নিয়া যে মৃদু সমালোচনা হয়েছিল আমার মনে হয় তার পুর্নাবৃতি হবে, কারন অনেকে অনেকের মনের অজান্তে বাদ পরে যেতে পারে, সুতারং এখনই বন্দ করা উচিত, মজা করব আন্দদ করব তবে এমন নয়, আমাদের এক স্টিলারের বৌ আজ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না আমাদের সেই দিকে খেয়াল করা উচিত,ভূল হলে ক্ষমা প্রার্থী
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment