Saturday, April 2, 2016

আমি বিভিন্ন ঝামেলার কারনে পেইজে প্রতিনিয়ত থাকতে পারি নাই


আমি বিভিন্ন ঝামেলার কারনে পেইজে প্রতিনিয়ত থাকতে পারি নাই। সবার তৈল সমাচার দেথে বাজারে তৈলের খুবই ঘাটতিতে তৈল না পেয়েই লিখতে বসলাম।

সবার মাঝে আমি ও আজ একজনকে নিয়ে লিখবো যাকে সবাই আমরা পেইজে প্রতিনিয়ত দেখতে পাই। উনাকে আমি চিটাগাং থেকে আসার পর, প্রথম ঢাকাতে দেখতে পাই আমাদের ইফতার পার্টিতে এবং শত ব্যস্ততার মাঝেও উনি আমাদের পার্টিতে এসেছিল। আর বলেছিল যে আমরা যেন এটা প্রতি বছরই করি। এর পর উনার সাথে বহুবার আমার দেখা হয়। খুবই ভালো মনের একজন মানুষ আমার কাছে । এই ভাইটি সিএসএম এর যে কোন কিছুতেই যেমন, কারো সমস্যা বা কোন প্রোগাম বা সি এস এম রিলেটেড যাই হোক উনার উদার মনের ভালোবাসা আমি দেখেছি এবং প্রতি নিয়ত এই পেইজটিকে উনি চেষ্টা করেছে মাতিয়ে রাখতে এবং তাই করছে। এই ভাইটি আবার আমাদের প্রেমিক রাজনৈতিক কাক্কুর খুবই ভক্ত। যা আমরা আগে পরেও দেখেছি। যাই হোক আমরা এই ভাইটিকে যেন সবসময় আমাদের পাশে রাখতে পারি সেই চেষ্টাই করবো।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss